1. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd :
November 21, 2024, 8:44 am

বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে ভারতে পাচার হওয়া ৪০ বাংলাদেশি নারী ও শিশু দেশে ফিরেছে।

Reporter Name
  • Update Time : Friday, July 21, 2023
  • 96 Time View

আজিজুল ইসলামঃ যশোর প্রতিনিধঃ

বৃহস্পতিবার বিকেলে বেনাপোল চেকপোস্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফিরেছেন বলে জানান বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি আহসান হাবীব।

ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন।

ফেরত আসাদের মধ্যে ২০ নারী ও ২০ শিশু রয়েছে। সাজাভোগের পর পশ্চিমবঙ্গের ১২টি শেল্টার হোমের হেফাজতে ছিল তারা।

ফেরত আসা জুলেখা খাতুনের বরাতে ওসি আহসান হাবীব বলেন,ভাল কাজের প্রলোভনে পড়ে দালালদের মাধ্যমে বিভিন্ন সীমান্ত পথে এরা ভারতে যায়।সেখানে বাসাবাড়িতে কাজ করার সময় ভারতীয় পুলিশের হাতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তারা আটক হয়।পুলিশ তাদের আদালতে সোপর্দ করলে, আদালত তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়।পরে কলকাতার বিভিন্ন মানবাধিকার সংগঠন তাদেরকে তাদের শেল্টার হোমে আশ্রয় দেয়।

কলকাতায় নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার শেখ মারেফাত তারিকুল ইসলাম (দ্বিতীয় সচিব রাজনৈতিক) বলেন, বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রচেষ্টায় আজ এ সমস্ত নারী ও শিশুদের দেশে ফেরত পাঠানো হচ্ছে। ফেরত আসাদের মধ্যে ২০ নারী ও ২০ শিশু রয়েছে।

ওসি আহসান হাবীব বলেন, ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটে ফেরত আসা বাংলাদেশি নারী-শিশুদের ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে এনজিও সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার, রাইটস যশোর ও মহিলা আইনজীবি সমিতি তাদের পরিবারের কাছে হস্তান্তর করবে।

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন বলেন, ফেরত আসাদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার ১৭, রাইটস যশোর ১৬ এবং মহিলা আইনজীবি সমিতি ৭ জনকে গ্রহন করে নিজস্ব শেল্টারহোমে রাখবে। এরপর পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV