মোঃ জাহিদ হাসান, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে ইতিহাস বিষয়ে গবেষক আবু হেনা মুস্তফা’র পঞ্চম গবেষণাগ্রন্থ ‘মহারাণী স্বর্ণময়ী’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
মহারাণী স্বর্ণময়ী’র ১২৬ তম মৃত্যুবার্ষিকী স্মরণ কমিটি’র আয়োজনে শুক্রবার(২৫ আগস্ট) বিকালে উলিপুর বণিক সমিতির হলরুমে ‘মহারাণী স্বর্ণময়ী’ বইয়ের মোড়ক উন্মোচন ও উলিপুরের স্থানীয় ইতিহাস অনুসন্ধানে আমাদের দায়িত্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক এমএ মতিন।
এ সময় মহারাণী স্বর্ণময়ী’র ১২৬ তম মৃত্যুবার্ষিকী স্মরণ কমিটি’র আহবায়ক ও পৌর মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু’র সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সালমান হাসান ডেভিড মারজান, বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, উলিপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ দেবব্রত রায়, উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম সরদার, এম এ মতিন কারিগরি ও কৃষি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোরশেদ আলম, প্রভাষক স ম আল মামুন সবুজ, রথীন্দ্র প্রসাদ পান্ডে, পার্থ সারথি, প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালচনা করেন উদীচীর সভাপতি মিনহাজ আহমেদ মুকুল।
আলোচনা সভায় ‘মহারাণী স্বর্ণময়ী’ বইয়ের মূল আলোচ্য বিষয় তুলে ধরেন লেখক আবু হেনা মুস্তফা।
উল্লেখ্য, বাংলার নবজাগরণের অন্যতম পথিকৃত মহারাণী স্বর্ণময়ী ১৮৯৭ সালের ২৫ আগস্ট মৃত্যুবরণ করেন। উলিপুরের নগরায়ণ, স্বাস্থ্যসেবা, শিক্ষাবিস্তার, সুশাসনসহ প্রতিটি ক্ষেত্রে তাঁর অবদান অবিস্মরণীয়। এই প্রথম বাংলা ভাষায় রচিত মহারাণী স্বর্ণময়ী’র পূর্ণাঙ্গ জীবনীগ্রন্থ।
Leave a Reply