স্টাফ রিপোর্টার,,,,
পুলিশ সুপার নীলফামারী মো: গোলাম সবুর, পিপিএম এর দিক নির্দেশানায় চলমান বিশেষ অভিযানে ডোমার থানা কর্তৃক মাদক মামলার ০২ বছর সশ্রম কারাদন্ড এবং ৫০০০/- অর্থদন্ডে দন্ডিত আসামী মাদক ব্যবসায়ী হুমায়ুনকে গ্রেফতার করা হয়েছে।
ডোমার থানা পুলিশ কর্তৃক ডোমার থানাধীন বোড়াগাড়ি ইউনিয়নের চান্দিনাপাড়াস্থ মো: রফিকুল ইসলামের পুত্র মো: হুমায়ুনকে গোপন সংবাদের ভিত্তিতে বোড়াগাড়ি এলাকা হইতে গ্রেফতার করা হয়েছে। মামলা সূত্রে জানা যায় উক্ত আসামী ২০১৭ সালে ডোমার থানা এলাকায় হেরোইনসহ ডোমার থানা পুলিশ কর্তৃক গ্রেফতার হয়েছিল। যাহার মামলা নম্বর জিআর-৩৪/১৭,এসসি-৩৪১/১৭(ডোমার)। উক্ত মামলা সংক্রান্তে আসামী মো: হুমায়ুন বিজ্ঞ আদালত হইতে জামিনে মুক্ত হওয়ার পর আত্মগোপন করে দীর্ঘদিন বিভিন্ন স্থানে অবস্থান করছিল। বর্নিত মামলাটির বিচার অন্তে বিজ্ঞ যুগ্ম ও দায়রা জজ আদালত, নীলফামারী কর্তৃক বর্নিত আসামীকে ০২(দুই) বছর সশ্রম কারাদন্ড ও ৫০০০/-(পাঁচ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করেন। আসামীর বিরুদ্ধে ডোমার থানায় মাদক মামলা সংক্রান্তে সাজা পরোয়ানা মুলতবী থাকায় এএসআই/মো: লুলু মিয়া সঙ্গিয় অফিসার/ফোর্সসহ অভিযান পরিচালনা করে ইং-০৭ সেপ্টেম্বর/২০২৩ তারিখ বোড়াগাড়ি এলাকা হইতে গ্রেফতার করেন। আসামিকে গ্রেফতারি পরোয়ানামুলে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply