নিজস্ব প্রতিবেদকঃ জিয়ারুল হক জিয়া
লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানাধীন তিস্তা ব্যারেজের পাশে অবস্থিত অবসর এর পাশে উত্তোলন করা বালু দিনে দুপুরে হরি লুট হচ্ছে। এ যেন এক বালুখেখোর দখলে ১৯ তারিখ থেকে আজ ২২ তারিখ পর্যন্ত দিনে দুপুরে প্রকাশ্য দিবালোকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ডালিয়ার অবসরের সংলগ্ন পুকুরের পাশে থাকা ভরাট করা বালু ৮ থেকে ১০ টি টলিতে করে ভেকু দিয়ে কেটে নিয়ে যাচ্ছে বালু।
সেখানে কর্তব্যরত আনসারদের পাহারায় থাকা অবস্থায় তাদের সামন দিয়ে প্রকাশ্যে বালু যাওয়ার বিষয় উপ-সহকারী প্রকৌশলী (প্রশাসনিক কর্মকর্তা) মোঃ জাকির হোসেন কে একাধিকবার ফোন দিলে তিনি ফোন রিসিভ না করায়,
ডালিয়া পানি উন্নয়ন বোর্ড আনসার ইনচার্জ রেজাউল করিমকে ফোন দিলে তিনি সততা স্বীকার করে আরও বলেন স্যাররা তো সব জানে, পরে তিনি সহকারী ইনচার্জ মতিউর রহমান কে কথা বলতে বলেন তার সাথে কথা হলে তিনি বলেন আমরা এ বালুর গাড়ি আটক করে দিয়েছিলাম পরে আমাদেরকে জাকির স্যার ১৯ তারিখে এই বালুর গাড়ি যাওয়ার ব্যাপারে আমাদেরকে বলেন এরপর আর কিছু জানিনা আপনি জাকির স্যারের সাথে কথা বলেন।
এ ব্যাপারে দায়িত্বে থাকা উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ রাশেদীন এর সাথে কথা হলে তিনি বলেন আমি বিষয়টি দেখতেছি এ ব্যাপারে নির্বাহী প্রকৌশলী আশফাউদ্দৌলা প্রিন্স স্যারের সাথে কথা বলেন ।
বালু নিয়ে যাওয়ার ব্যাপারে ডালিয়া পওর বিভাগ বাপাউবো ডালিয়া নির্বাহী প্রকৌশলী আশফাউদ্দৌলা প্রিন্স এর সাথে ফোনে কথা হলে প্রথমে তিনি কিছুই জানেন না তারপরে তিনি বললেন বিষয়টি দেখতেছি।
Leave a Reply